ঢাকার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত: ২০ জন নিহত, ১৭১ জন আহত
প্রকাশকাল: জুলাই ২১, ২০২৫
বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান আজ(২১ জুলাই ২০২৫) দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলা বিমান ঘাঁটি এ কে খন্দকার থেকে নিয়মিত প্রশিক্ষণ মিশনে উড্ডয়ন করার কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়ে দুর্ঘটনায় পতিত হয়।
দুর্ঘটনাটি ঘটে রাজধানীর দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনে। বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম জনবহুল এলাকা থেকে বিমানটিকে সরিয়ে জনবিরল স্থানে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করলেও, শেষ পর্যন্ত বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় বৈমানিকসহ ২০ জন নিহত হয়েছেন এবং ১৭১ জন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে বিমান বাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- নিচে হাসপাতওয়ার ভিত্তিতে আহত ও নিহতের হালনাগাদ (২১ জুলাই ২০২৫, সময়: ১৭:২৫) হিসাব তুলে ধরা হলোঃ
- কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত ০
- বার্ন ইনস্টিটিউট: আহত ৭০, নিহত ২
- ঢাকা মেডিকেল কলেজ: আহত ৩, নিহত ১
- সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২
- কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১, নিহত ২
- লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা: আহত ১১, নিহত ২
- উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১
- উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত ০
সর্বমোট: আহত - ১৭১ জন, নিহত - ২০ জন
ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, "এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। নিহত ও আহতদের চিকিৎসা ও সার্বিক সহায়তায় সর্বোচ্চ প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয।