চট্টগ্রামে সমরাস্ত্র কারখানা সম্প্রসারণে উদ্যোগ, দেশেই তৈরি হবে আধুনিক অস্ত্র
প্রকাশকাল: আগস্ট ১, ২০২৫
বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) বা সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে পুরাতন ও দীর্ঘদিন ধরে বন্ধ জলিল টেক্সটাইল মিলসের ৫৪.৯৯ একর জমি ১৭ কোটি টাকায় অধিগ্রহণের নীতিগত অনুমোদনের জন্য একটি প্রস্তাব সম্প্রতি সরকারি এক উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন এই কারখানায় তুরস্ক ও চীন থেকে আনা হবে আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে দেশেই অস্ত্র উৎপাদনের প্রক্রিয়া শুরু হবে। এতে করে বাংলাদেশ সেনাবাহিনী নিজের প্রযুক্তির মাধ্যমে সামরিক সক্ষমতা আরও জোরদার করতে পারবে এবং অস্ত্র আমদানির ওপর নির্ভরতা অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হবে।
জমি হস্তান্তর সংক্রান্ত বিষয়ে গত ২৯ জুলাই, ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা বলেন, “সেনাবাহিনী জমি চেয়েছে, তবে আমরা বলেছি প্রতীকী মূল্যে জমি দেওয়া যাবে না। অর্থমূল্য দিয়েই নিতে হবে। কারণ প্রতীকী মূল্যে জমি দিলে অনেক সময় সেটির অপচয় হয়, যেমন দেখা যায় প্রয়োজন ১০ একর, কিন্তু দাবি করা হয় ১০০ একর।”
বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ চট্টগ্রামকে দেশের প্রতিরক্ষা শিল্পের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে। একইসাথে এটি দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উৎপাদনে আত্মনির্ভরশীলতার পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।