ভালুক যখন সৈনিক: "ভইতেক" – দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ভালুক বীর!
প্রকাশকাল: জুলাই ১০, ২০২৫
দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানেই বন্দুক, ট্যাংক, জঙ্গি বিমান... কিন্তু যদি বলি, সেই যুদ্ধের একজন হিরো ছিল ভালুক?
আজ আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি "Wojtek"-এর সঙ্গে — পোলিশ আর্মির গর্ব, ইতিহাসের একমাত্র ভালুক যাকে আনুষ্ঠানিকভাবে সৈনিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল!কাহিনী শুরু হয় ১৯৪২ সালে, ইরানে পোলিশ সৈন্যরা একটি ছোট্ট অনাথ ভালুকছানা খুঁজে পায়। তারা তাকে দুধ খাওয়াতো, খেলতো আর আদর করতো ঠিক একজন সদস্যের মতো। সময়ের সাথে সে হয়ে ওঠে তাদেরই এক অনন্য সঙ্গী।
Wojtek-এর দায়িত্ব?
সে কেবল আদরের পোষা প্রাণীই ছিল না। ১৯৪৪ সালের *Battle of Monte Cassino*-তে সে গুলির শব্দ উপেক্ষা করে কাঁধে করে গোলাবারুদ টেনে এনেছে একাধিকবার! সৈন্যরা যেখানে ভয়ে কাঁপছে, সেখানে এই ভালুক ছিল সম্পূর্ণ শান্ত।
প্রশংসা ও পদোন্নতি:
যুদ্ধ শেষে Wojtek কে আনুষ্ঠানিকভাবে 22nd Artillery Supply Company'র সদস্য বানানো হয় — সৈনিকের মতো র্যাংক, নাম ও রেশন কার্ড সহ!
তার সম্মানে গড়া হয়েছে স্ট্যাচু, বই, এমনকি ডকুমেন্টারি!
শেষ জীবন:
যুদ্ধের পর Wojtek স্কটল্যান্ডের এডিনবার্গ চিড়িয়াখানায় স্থান পায়, যেখানে পুরনো সৈন্যরা প্রায়ই তাকে দেখতে যেত —ভালুকটি ছিলো তাদের নিজের ভাইয়ের মত সঙ্গী।